তাড়াইলে রাউতি ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল হাসান রতন হত্যায় গত মঙ্গলবার ওয়ার্ড বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেষারম্যানসহ ২৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিহতের ছোট ভাইয়ের স্ত্রী অজিফা খনম বাদী হয়ে এ মামলা করেন।
আসামিরা হলেন ওয়ার্ড বিএনপি সভাপতি গিয়াস উদ্দিন, তার স্ত্রী নাজমা বেগম, ছেলে পাভেল, সোহেল, রাসেল, রুবেল, ইয়াছিন, নাতি সাইফুল, হূদয় এবং রাউতি ইউপির সাবেক চেয়ারম্যান নূর শরীফ উদ্দিন ভূঁইয়াসহ ১৩ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।
এ ঘটনায় আসামি রুবেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামিরা সমাজে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত থাকায় আবুল হাসান রতন তাদের এসব অপকর্মের বিরোধিতা করতেন। রতনের সঙ্গে তাদের শত্রুতা তৈরি হয়।
এমন পরিস্থিতিতে উপজেলা বিএনপির সম্মেলনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ওই চক্রটি সংঘবদ্ধভাবে আবুল হাসান রতনকে হত্যা করে। ওসি সাব্বির রহমান জানান, রুবেল নামে এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরও গ্রেপ্তারে চেষ্টা চলছে।
টিএইচ